ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

বুলগেরিয়ায় পথে পথে ‘বই বেঞ্চ’, অভিনব স্থাপত্য! 

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পথের ঠিক পাশেই কেউ যেন খুলে রেখে গেছে বই। তবে তার আয়তন দৈত্যাকার। দৈর্ঘ্যে-প্রস্থে অন্ততপক্ষে সে বই ফুট পাঁচেক তো বটেই। দূর থেকে এক ঝলক দেখলে এমনটা মনে হবে। তবে কাছে গেলে ভাঙবে ভুল। না, কাগজের তৈরি বই নয়। বরং তা ইট, পাথর, সিমেন্টের তৈরি। আসলে এই খোলা বই-ই পথচারিদের জন্য বসার বেঞ্চ।

দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশ বুলগেরিয়া। বলকান উপদ্বীপের পূর্বে অবস্থিত এই দেশে গেলেই দেখা মিলবে এমন আশ্চর্য বসার আসন। বই বেঞ্চের দেখা মিলবে বুরগাস শহরে গেলে। ছবির মতো সাজানো এই শহরের পথে ধারে, পার্কে— সর্বত্রই চোখে পড়বে সার দেওয়া এমন বই-বেঞ্চের অস্তিত্ব। কিন্তু হঠাৎ এমন বিস্ময়কর নির্মাণের কারণ কী?

আসলে, বুরগাস শহরের সঙ্গে সংস্কৃতির যোগ বহু প্রাচীন। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়ায় একাধিক সংস্কৃতির মিশ্রণ ঘটে এসেছে যুগ যুগ ধরে। আর তার অন্যতম পীঠস্থান ছিল এই শহর। 

বুলগেরিয়ার রাজধানী সোফিয়া হলেও, বুরগাসকেই এই দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ধরা হয়। এমন এক ঐতিহ্যবাহী শহরে, তরুণ প্রজন্ম যাতে শৈশব থেকেই বইমুখো হয়ে ওঠে, সে জন্যই এই উদ্যোগ প্রশাসনের। 

তবে আকারের দিক থেকেই নয়, বিস্ময়কর এই বই-বেঞ্চের ‘খোলা পাতা’ আদতে শব্দশূন্য নয়। তার কোনোটায় রয়েছে বিভিন্ন গল্পের বইয়ের প্রচ্ছদ। আবার কোনোটা হুবহু মিলে যাবে বাস্তবের কোনো গল্প কিংবা উপন্যাস গ্রন্থের পাতার সঙ্গে। চাইলে বেঞ্চের ওপর বসেই সেই গল্প দিব্যি পড়তে পারেন পথযাত্রীরা।

বিস্ময়কর এই ‘বই বেঞ্চ’ তরুণ প্রজন্মকে সত্যিই বইমুখো করে তুলতে পেরেছে কিনা, তা বলতে পারবে সেদেশের প্রশাসনই। কিন্তু এই আশ্চর্য নির্মাণের জন্য চলতি শতাব্দীর প্রথম দশকে এই বেঞ্চগুলির নির্মাণের পর থেকেই আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বুরগাস। সারা বছরই সেখানে ভিড় জমে থাকে পর্যটকদের। সম্প্রতি এই বেঞ্চগুলোর একাধিক সুস্পষ্ট ছবি ধরা পড়ে পর্যটকদের ক্যামেরায়। যা বর্তমানে রীতিমতো ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়। এমন অভিনব উদ্যোগ দেখে বিস্মিত না হয়েই বা উপায় কী।
 

(বিদেশী পত্রিকা অবলম্বনে)